বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর, শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

0
3

পর পর বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতেও। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টিঅব্যাহত। রবিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। বীরভূম মুর্শিদাবাদ-সহ পশ্চিমের জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

এদিকে বেশ কয়েকদিন ধরে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কার্যত বৃষ্টির দেখা নেই। এর ফলে ক্ষণিকের স্বস্তি দিয়ে ফের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কলকাতায়। স্বাভাবিকের থেকে উপরে চলে এসেছে শহরের তাপমাত্রা। সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা থাকায় গুমোট গরম অনুভূত হচ্ছে। আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিচলবে। ওড়িশার ওপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও রাজস্থান থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে শনিবার ও রবিবার পশ্চিমের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।