১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের কাণ্ডের অপরাধী ইউসুফ মেমনের মৃত্যু হলো মহারাষ্ট্রের নাসিকের সংশোধনাগারেই। এই ইউসুফ মুম্বইয়ের গ্যাংস্টার টাইগার মেমনের ভাই। শুক্রবার সকালে নাসিক সেন্ট্রাল সংশোধনাগারেই তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫৪ বছর। জেল সূত্রে এই খবর জানানো হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু, সে বিষয়ে কোনও খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ইউসুফ মেমন হার্ট অ্যাটাকের কারণে মারা গিয়েছে। তবে এখনও বিষয়টি নিশ্চিত করা যায়নি।
ইউসুফ মেমন মুম্বই বোমা বিস্ফোরণে দোষী সাব্যস্ত
ইউসুফ মেমন ১৯৯৩ সালে হওয়া ভয়াবহ মুম্বই বোমা বিস্ফোরণে অভিযুক্ত ছিলেন। ইউসুফ মেমন ২০০৭ সালে দোষী সাব্যস্ত হন এবং তাকে ২০১৮ সালে নাসিক কারাগারে স্থানান্তরিত করা হয়।






























































































































