“দিলীপবাবু সকাল থেকে নিমতলা ঘাটে বসে লাশ গুনুন”, কটাক্ষ সমীরের

0
2

“নিমতলা ঘাটে বসে থাকুন দিলীপবাবু। সকাল থেকে প্রচুর লাশ আসবে। সেটা গুনুন। আর তা নিয়ে ২০২১-এ রাজনীতি করবেন।” আজ বৃহস্পতিবার এই ভাবেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক তথা পরিষদীয় দলের সচিব সমীর চক্রবর্তী।

গতকালই বিজেপি ও দিলীপ ঘোষের বিরুদ্ধে হাওড়ার বাগনানের ঘটনা নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছিলেন মন্ত্রী অরূপ রায়। এবার দিলীপ ঘোষের সমালোচনায় সরব হলেন তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতিকে এভাবেই আক্রমণ করেন সমীরবাবু।

এদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও স্পষ্ট বুঝিয়ে দেন, রাস্তায় নেমে প্রতিবাদ কোনওভাবেই থামবে না। এদিন পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকায় প্রধানমন্ত্রী গৃহ সম্পর্ক অভিযানে সামিল হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি বলেন, “প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার, এই আন্দোলন বিজেপি চালিয়ে যাবে।”