অধিক ফি নেওয়ার অভিযোগে উত্তপ্ত ইছাপুর

0
9

ফের অধিক ফি নেওয়ার অভিযোগ বেসরকারি স্কুলের বিরুদ্ধে। ঘটনায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ইচ্ছাপুরের ইন্দ্রপুরী এলাকা। বৃহস্পতিবার ইস্ট পয়েন্ট স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অবিভাবকদের বক্তব্য, স্কুল ফি সংক্রান্ত আলোচনার জন্য স্কুল কর্তৃপক্ষ লকডাউনের মধ্যেই বৈঠক ডাকে। তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই মুহূর্তে কোনও ভর্তি প্রক্রিয়ার কাজ হবে না। অভিযোগ এই সিদ্ধান্তের পরেও অনলাইনে ভর্তি চলছিল। এমনকী স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের ফোন করে। অভিভাবকদের দাবি তারা শুধুমাত্র স্কুলের টিউশন ফি দিতে পারবে। আলাদা কোনও চার্জ দিতে পারবে না। তবে এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।