আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে রাজ্যের শাসক-বিরোধী সব দলই এখন ব্যস্ত নিজেদের রণনীতি ঠিক করতে।তবে তার আগেই রাজ্যে যেভাবে পেট্রাপণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে তার বিরুদ্ধে যৌথ আন্দোলন নামতে চলেছে বাম এবং কংগ্রেস । ধর্মতলায় উপস্থিত থাকবেন বাম-কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল-বিজেপির বিরুদ্ধে সমন্বয় কমিটির প্রস্তাব দিয়েছে কংগ্রেস। একসঙ্গে চলার মধ্য দিয়েই তৈরি হবে সমন্বয়, জানিয়েছে বামফ্রন্ট। আজকের যৌথ সভায় দুই দলই সহমত পৌঁছেছে। আগামী ২৯ জুন এর বিরুদ্ধে যৌথ প্রতিবাদে নামতে চলেছে ।
এ প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করে যৌথ আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। নির্ধারণ করা হবে একটি সাধারণ ন্যূনতম কর্মসূচি। কারণ, তৃণমূলও বিজেপির বিরুদ্ধে আমরা যৌথভাবে লড়তে চাই । প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, আজ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আলোচনা হয়েছে এহং আমরা আগামী ২৯ তারিখ যৌথ কর্মসূচি নিয়েছি। যে যাই বলুক না কেন, একমাত্র বাম-কংগ্রেস যৌথভাবে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে সেই বিশ্বাস আমাদের আছে। কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে আজকে একটা ইমপ্রেশন তৈরির চেষ্টা চলছে । রাজ্যে তৃণমূল ও বিজেপি ছাড়া কেউ নেই। কিন্তু সেটা ঠিক নয়। তার বাইরেও বাম-কংগ্রেসের একটা শক্তি আছে । আমরা বাংলার মানুষের কাছে সেটা প্রমাণ করে দেব। সেই কারণেই আজকের যৌথ আলোচনা । দিলীপবাবুরা লোকসভা নির্বাচনে ১৮আসন পেয়েছেন বলে যদি মনে করে থাকেন আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি আসবে সেটা ভুল ভাবছেন । বাংলার মানুষ কে একটা ধর্ম নিরপেক্ষ সরকার দেওয়াই আমাদের লক্ষ্য । আর সেটা বাম-কংগ্রেস যৌথভাবে দিতে পারে।
এখন দেখার বাম-কংগ্রেসের এই যৌথভাবে পথ চলা কতটা চ্যালেঞ্জের সামনে ফেলতে পারে শাসকদল ও বিজেপিকে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.