১ জুলাই থেকে পুরনো মেজাজে ফিরতে চলেছে পাহাড়

0
2

আগামী ১ জুলাই থেকেই দার্জিলিংয়ে পর্যটকদের স্বাগত জানানো হতে পারে বলে জিটিএ সূত্রে খবর। তবে, এ নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। এমনকী দার্জিলিংয়ের হোটেল, লজ, হোম স্টে’গুলিও কোনও বুকিং নিচ্ছে না।

জিটিএ সূত্রে খবর, আপাতত দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পঙে ঢোকার সমস্ত এন্ট্রি পয়েন্টগুলিতে হেল্প ডেস্ক খোলা হবে, সেখানে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও থাকবে। এছাড়াও প্রতিটি হোটেল পর্যটকদের জন্যেও থাকবে বিধিনিষেধ। মাস্ক ছাড়া কোথাও ঢুকতে দেওয়া হবে না। পর্যটকদের গাড়িগুলিতে অর্ধেক সংখ্যার বেশি যাত্রী নেওয়া যাবে না। হোটেলগুলিতেও প্রতিটি ঘরে পর্যটকরা ছাড়লে ২৪ ঘণ্টা ফাঁকা রেখে স্যানিটাইজ করতে হবে।