সৌরভ নয়, গ্রেভস ICC-র পরবর্তী চেয়ারম্যান? বৈঠক বৃহস্পতিবার

0
2

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-এর পরবর্তী চেয়ারম্যান কে হবেন?

বৃহস্পতিবার আইসিসির বোর্ড মিটিং।
এদিন বৈঠক হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এই বৈঠকের আলোচ্য বিষয় আইসিসির পরবর্তী চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া। কবে নির্বাচন হবে? কীভাবে, কবে থেকে মনোনয়ন নেওয়া হবে? এছাড়াও আলোচনা হবে আরও দুটি বিষয় নিয়ে। তা হলো, টি-২০ বিশ্বকাপ এবং আইপিএলের ভবিষ্যৎ। এবং করোনার পরে কবে থেকে ক্রিকেট শুরু করা যাবে।

এবছর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-এর চেয়ারম্যান হওয়ার দৌড়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভস। তবে শোনো বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও। সূত্রের খবর, গ্রেভসেরই আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।

উল্লেখ্য, আগামী মাস অর্থাৎ জুলাইয়ে আইসিসির বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হচ্ছে।