মনোবল বাড়াতে লাদাখে সেনাদের সঙ্গে সাক্ষাৎ সেনাপ্রধানের

0
3

গালওয়ান উপত্যকায় গত ১৫ জুন ভারত-চিন সংঘর্ষ হয়। তৎপরতার সঙ্গে সীমান্তে কাজ করে চলেছেন ভারতীয় জওয়ানরা। তাঁদের মনোবল বাড়াতে বুধবার দেখা করেন সেনাপ্রধান এম এম নারভনে। এদিন সেনাবাহিনীর সঙ্গে কথা বলে তাঁদের উজ্জীবিত করেন সেনাপ্রধান।

এদিন একইসঙ্গে তিনি ১৪বি কোর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর চিন সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে কথা হয়েছে তা এদিন জানতে চান তিনি।সেনাবাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখেতে মঙ্গলবার লাদাখে পৌঁছন সেনাপ্রধান। মঙ্গলবার একের পর এক বৈঠক করেছেন তিনি। বুধবার আহত সেনাদের সঙ্গে দেখা করেন নারভনে। ঘুরে দেখেন ফরোয়ার্ড পোস্ট।