পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার আকিব জাভেদও ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। এবং যে প্রাক্তন ক্রিকেটারের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তার নামও এদিন জানান জাভেদ।
এদিন জাভেদ বলেছেন, সেলিম পারভেজ নামে এক প্রাক্তন ক্রিকেটার তাঁকে ম্যাচ ফিক্সিং-এর প্রস্তাব দিয়েছিলেন৷ তিনি আরও জানান, ক্রিকেটারদের হাতে লক্ষ লক্ষ টাকা বাড়ি গাড়ি দেওয়া হতো। আমাকেও ম্যাচ ফিক্সিং-এর প্রস্তাব দেওয়া হয়েছিল৷ হুমকি দেওয়া হয়েছিল, প্রস্তাবে সাড়া না দিলে আমার কেরিয়ার শেষ করে দেওয়া হবে৷
জাভেদের দাবি, এই সেলিম পারভেজই জুয়াড়িদের মধ্যস্থতাকারী হিসেবে ক্রিকেটারদের ম্যাচ গড়াপেটার টোপ দিতেন৷ তিনি আরও দাবি করেন, ম্যাচ ফিক্সিং-এ জড়াবেন না বলে নিজের সিদ্ধান্তে তিনি অনড় ছিলেন৷ এর জন্য তাঁকে অনেক সিরিজ থেকে বাদও দেওয়া হয়।