অন্যরকম রথযাত্রা: 130 বছরে প্রথমবার ট্রাকে চড়লেন মদনমোহন

0
2

কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের আমল থেকে কোচবিহারের মদনমোহনের রথযাত্রা হয়। মদনমোহন মন্দির থেকে ঐতিহ্যবাহী কাঠের রথে চড়ে মাসির বাড়ি ভাঙ্গর আই মন্দিরে যান মদনমোহন। চলতি বছর রথযাত্রা 130 বছরে পড়ল। করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে চলতি বছর ইতিহাসে প্রথমবার ট্রাকে চড়ে মাসির বাড়ি গেলেন মদনমোহন। ট্রাকটিকে সুসজ্জিত করে রথের আদল দেওয়ার চেষ্টা করে দেবত্র ট্রাস্ট বোর্ড।

হাজারো নিষেধাজ্ঞা সত্বেও ভক্ত সমাগম ঘটে মদনমোহন বাড়িতে।ভক্ত সামলাতে কিছুটা হিমশিম খেতে হয়েছে কোচবিহার জেলা পুলিশকে। নিষেধাজ্ঞা জারি হয় ভাঙ্গর আই মন্দিরেও। মারণ ভাইরাস পাল্টে দিল কোচবিহারের মদনমোহন রথযাত্রার ইতিহাস।