ফের এনকাউন্টার জম্মু কাশ্মীরের পুলওয়ামায়। বান্দজু এলাকায় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে এনকাউন্টার চলছে জঙ্গিদের।
জানা গিয়েছে, বাহিনীর হাতে ইতিমধ্যেই ২ জঙ্গি খতম হয়েছে। তবে লুকিয়ে থাকা জঙ্গি খুঁজতে সার্চ অপারেশন জারি আছে।
জম্মু কাশ্মীরে একদিকে যখন নিরাপত্তা বাহিনীকে জঙ্গিদের দমন করতে হচ্ছে, তখন অন্যদিকে কড়া জবাব দিতে হচ্ছে পাক সেনাকেও। কারণ বারবারই সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা। মনে করা হচ্ছে, জঙ্গিদের ভারতে প্রবেশে সুবিধা করে দিতেই আকছার গুলি ছুঁড়ে ভারতীয় সেনাকে ব্যস্ত রাখার পুরনো পদ্ধতি নিয়েছে পাকিস্তান। চলতি বছরে নিয়মিত সামনে আসছে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা। লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের জেরে কাশ্মীরে চাপ বাড়াতে নানা কায়দায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছে পাকিস্তান। করোনা সংকটের সময় থেকেই পাক মদতপুষ্ট জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। তবে ভারতীয় সেনার প্রবল সক্রিয়তায় এখনও পর্যন্ত তারা খুব একটা সুবিধা করতে পারেনি।