ভিসা ইস্যু সংক্রান্ত পদ্ধতিতে বড়সড় পরিবর্তন মার্কিন যুক্তরাষ্ট্রের

0
2

ভিসা ইস্যু করা সংক্রান্ত পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে ট্রাম্প প্রশাসন। বিদেশিদের জন্য ওয়ার্কিং ভিসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন। এর মধ্যে উল্লেখযোগ্য সব ধরনের এইচ১বি অর্থাৎ স্বামী স্ত্রীর জন্য ভিসা এবং এইচ৪ ভিসা। চলতি বছরের শেষ পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে ।
এল-১ ভিসা কোম্পানির নিজস্ব ট্রান্সফারের জন্য এবং জে-১ ভিসা চিকিৎসক ও গবেষকদের প্রয়োজনে লাগে । এগুলিও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রশাসনের দাবি, আমেরিকার শ্রমিক সমাজের উপকারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।  মার্কিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে , মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর করা এই নির্দেশ অস্থায়ী। এর ফলে মার্কিন শ্রমিকদের জন্য ৫২৫,০০০টি কাজের সুযোগ তৈরি হবে।
৮৫,০০০ এইচ১বি ভিসার জন্য এখন যে লটারি করা হয়, তার বদলে যোগ্যতার নিরিখে ভিসা দেওয়া হবে। যোগ্যতাকে গুরুত্ব দেওয়ায় কর্মীদের বেতনও বাড়বে আগের থেকে। প্রাথমিক স্তরে চাকরির জন্য মার্কিন নাগরিকদের সঙ্গে বিদেশি কর্মীদের যে প্রতিদ্বন্দ্বিতা হয় তাও এর ফলে বন্ধ হতে চলেছে। চাকরির আউটসোর্সিংও বন্ধ করে দেওয়া হবে বলে মার্কিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে।