লাদাখে সীমান্ত সংঘর্ষের আঁচ এবার শিল্পেও। গলওয়ান উপত্যকায় চিনের আগ্রাসন ও সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের আত্মবলিদানের পর এদেশে বেজিং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ তীব্র। দুদেশের মধ্যে এই অবিশ্বাস ও শত্রুতার আবহে এবার চিনের তিন শিল্প সংস্থার সঙ্গে হওয়া বিরাট অঙ্কের চুক্তি স্থগিত করল মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার। এক সর্বভারতীয় চ্যানেলে মহারাষ্ট্রের মন্ত্রী সুভাষ দেশাই জানান, লাদাখ সংঘর্ষের আগে এই চুক্তি হয়। কিন্তু চিন যেভাবে ভারতীয় ভূখণ্ডে বেআইনি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে এবং ভারতীয় সেনাদের হত্যা করেছে তাতে চিনের সংস্থার সঙ্গে নতুন বাণিজ্যিক চুক্তি বজায় রাখা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতেই চিনা বিনিয়োগ থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের এই মন্ত্রী। প্রসঙ্গত, হেংলি ইঞ্জিনিয়ারিং -এর সঙ্গে ২৫০ কোটি, গ্রেট ওয়াল মোটরসের সঙ্গে ৩৭৭০ কোটি ও পিএমআই ইলেক্ট্রো মবিলিটির সঙ্গে ১০০০ কোটি টাকার মউ স্বাক্ষর করেছিল মহারাষ্ট্র সরকার।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        






























































































































