সুশান্তর মৃত্যু নিয়ে এবার সরব ইরফান পত্নী সুতপা

0
4

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একের পর এক প্রশ্ন উঠে আসছে। এবার এই মৃত্যু নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতা ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার। নিজের ফেসবুক হ্যান্ডেলে সুতপা লেখেন, “কেন এত ক্রোধ? এত অশান্তি কেন হচ্ছে বলিউডে? সুশান্তকে সামনে রেখে আমরা নিজেরা কেন লড়ছি!” সুশান্তকে শ্রদ্ধা জানাতে আমরা ব্যর্থ বলে মন্তব্য করেছেন সুতপা।

শুধু তাই নয়, সুতপা মুখ খুলেছেন রিয়া চক্রবর্তীর হয়ে। তিনি লেখেন, “একটা মেয়ে লাগাতার ট্রোল হচ্ছে দুনিয়ার কাছে। এভাবে রিয়াকে অপমান করা মোটেই ঠিক নয়। ওঁর সঙ্গে সুশান্তের সম্পর্ক কোন পর্যায়ে পৌঁছে ছিল সে সম্পর্কে না জেনে অনেক কথা হচ্ছে। ওঁর কি কষ্ট হচ্ছে না! আসলে সেই কষ্টটা কেউ বুঝতে চাইছেন না।

মাত্র দু মাস আগে স্বামীকে হারিয়েছেন সুতপা শিকদার। তারপরই তরুণ তরতাজা প্রাণের হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না তিনি। এদিন সুতপা লিখেছেন, “হিন্দি সিনেমার জগতে ওঁর মতো প্রতিভা সত্যিই বিরল। একদিকে কোয়ান্টাম ফিজিক্স বুঝত, জ্যোতির্বিদ্যায় ছিল আগ্রহ, বাচ্চাদের নাসায় পাঠাতে চেয়েছিল। অন্যদিকে আবার, যোগ আর অধ্যাত্মবাদেও প্রতি উৎসাহ ছিল, কবিতা পড়ত, জৈব চাষ সমর্থন করত।”