থানা জ্বালিয়ে দেওয়া ও পুলিশকে মারার হুমকি দিয়েছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এর প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার পুলিশ।
শনিবার, দাঁতনে দলীয় নেতার শেষকৃত্যের যোগ দিয়ে সায়ন্তন বসু বলেন, “ছ’মাস সময় দিন, এই থানা জ্বালিয়ে দেব”। একইসঙ্গে পুলিশকে মারার হুমকিও দিয়েছিলেন তিনি। তাঁর এই হুমকির প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। পাশাপাশি বিধি ভেঙে জামায়েতের কারণে আগেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়েছে।