ভারত-চিন দ্বন্দ্ব: বাহিনীকে অস্ত্র কেনার ছাড়পত্র দিল দিল্লি

0
8

পূর্ব লাদাখ সীমান্তে বাড়ছে উত্তেজনা। এই পরিস্থিতিতে তিন বাহিনীকে জরুরি অস্ত্র কেনার জন্য বিশেষ আর্থিক ক্ষমতা দিল কেন্দ্রীয় সরকার৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, এই বিশেষ ক্ষমতাবলে প্রকল্প পিছু ৫০০ কোটি টাকা পর্যন্ত প্রয়োজনীয় অস্ত্র এবং সরঞ্জাম কিনতে পারবে তিন বাহিনীই৷

কেন্দ্রের এক শীর্ষ সূত্র জানিয়েছে, চিনের সঙ্গে সংঘাত বাড়তে পরে এই আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তিন বাহিনীর ভাইস চিফকে প্রকল্প পিছু ৫০০ কোটি টাকা পর্যন্ত অস্ত্র কেনার সিদ্ধান্ত অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছে৷ পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনা আগ্রাসন বাড়ছে। একই সঙ্গে বিপুল সংখ্যায় বাহিনী মোতায়েন করছে চিন। প্রসঙ্গত, উরি হামলা এবং বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পরেও দেশের সশস্ত্র বাহিনীকে একই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছিল৷