বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ।
নিজের চোখ সুরক্ষিত রেখে বাড়ি থেকে সূর্যগ্রহণ দেখবেন কীভাবে, জানালেন নেহরু প্ল্যানেটরিয়ামের অধিকর্তা ডক্টর এন রত্নাশ্রী।
তাঁর কথায়, শুধু সূর্যগ্রহণ বলে নয় কোনও সময় সূর্যকে খালি চোখে সরাসরি দেখবেন না। সানগ্লাস চলবে না। শুধুমাত্র সোলার ফিল্টারের সাহায্যে সূর্যকে দেখা বা সূর্যগ্রহণ দেখা ভালো। তবে অল্প সময়ের জন্য বেশিক্ষণ সময় ধরে নয়।
































































































































