কেষ্টর অশোভনীয় আক্রমণ, ওর কথার জবাব দিই না, বললেন দিলীপ

0
2

ফের দিলীপ ঘোষকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের কেষ্টদা। অনুব্রত মণ্ডল শনিবার বোমা ফাটানোর ভঙ্গিতে বলেছেন, দিলীপ ঘোষ লোকটার গায়ে ভেড়ার চামড়া আছে কিনা জানি না। কিন্তু মানুষ তাকে জবাব দেবেন। আর আমার জেলায় এলে আমি বুঝিয়ে দেব! প্রত্যুত্তরে অবশ্য দিলীপ ঘোষ বলেছেন আমি অনুব্রতর মতো লোকজনের কথার জবাব দিই না। ওনাকে জবাব দেওয়ার জন্য আমার জেলার নেতারা রয়েছেন। দিলীপ বলেন, তৃণমূলের কাজের কাজ তো কিছুই নেই, এখন ছোট-বড়, মাঝারিদের বিবৃতি।দিতে নামিয়েছে।