IPL-এর টাইটেল স্পনসর Vivo? কী সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই

0
2

আইপিএলের টাইটেল স্পনসর ২০১৮ সাল থেকেই চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা ভিভো। ভারত-চিন সংঘর্ষে চিনা সেনার হাতে ভারতীয় ২০ জওয়ানের শহিদ হওয়ার ঘটনা পর দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক উঠতে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের আইপিএল স্পনসরের সঙ্গে সম্পর্ক নিয়ে নড়েচড়ে বসেছে। আইপিএলের জন্য বার্ষিক হিসেবে ভিভোর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি ৪৪০ কোটির।

আইপিএলে যেমন টাইটেল স্পনসর ভিভো, তেমনই ভারতের জাতীয় দলের মূল স্পনসর হিসেবে যুক্ত রয়েছে ওপো। এটিও একটি চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা।

করোনার কারণে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত। ফলে টুর্নামেন্ট নিয়ে জটিলতার মাঝেই এবার টুর্নামেন্টের স্পনসর নিয়ে সমস্যার মুখে বোর্ড।

বিসিসিআইয়ের আইপিএল গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ভারত চিনের মধ্যে বর্তমান রাজনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখে স্পনসর ভিভোর সঙ্গে সম্পর্ক নিয়ে আগামী সপ্তাহে জরুরি বৈঠক রাখা ডাকা হয়েছে।