বাংলাদেশি পণ্যের ৯৭% কর ছাড়, ভারতকে চাপে ফেলতে ঢাকা’র ‘বন্ধু’ হতে চায় চিন

0
2

‘ঘর গোছানোর’ কাজে নেমেছে চিন ?

নেপালের মানচিত্র- কাণ্ডের পিছনে চিনের হাত আছে বলে ইতিমধ্যেই মন্তব্য করেছে ভারত৷

নেপালের পর এবার চিনের নজর ভারতের আর এক প্রতিবেশী বাংলাদেশের দিকে। লাদাখ-সংঘাতের পরেই ঢাকার জন্য বিশেষ এক প্রকল্প ঘোষণা করেছে বেজিং। এই ঘোষণা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কূটনৈতিক মহলে।

চিন জানিয়েছে, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর প্রায় ৯৭% শুল্ক মকুব করা হলো৷ বলেছে, মোট ৫১৬১টি পণ্যের উপর ৯৭% শুল্ক মকুব করবে বেজিং। ঢাকাকে এই বার্তা জানিয়েছে চিন প্রশাসন। চিনের অর্থ মন্ত্রকের শুল্ক কমিশন বাংলাদেশি পণ্যের উপর ৯৭% শুল্ক মকুবের বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে। ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বাংলাদেশের বিদেশ মন্ত্রক এ কথা স্বীকার করেছে।

প্রসঙ্গত, শুল্ক মকুবের জন্য অনেক আগে বেজিংয়ের কাছে আবেদন করেছিল ঢাকা। সেই আবেদন এতদিন ঝুলিয়ে রেখে লাদাখের ঘটনার পরই চমকে দেওয়া এই সিদ্ধান্ত বাংলাদেশকে জানিয়েছে চিন। কূটনীতিকদের একাংশের মতে, পড়শিদের হাতিয়ার করেই ভারতকে কোণঠাসা করার কৌশল নিয়েছে চিন। পাকিস্তান তো আছেই, উত্তরে নেপাল, দক্ষিণে শ্রীলঙ্কাতেও ক্রমশই বাড়ছে চিনা প্রভাব। এবার পূর্বে বাংলাদেশকেও টার্গেট করলো চিন।