সাইকেলে চেপে থানায় গিয়ে আত্মসমর্পণ রিজেন্ট পার্ক ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত যুবকের

0
2

সকাল ৮ টা নাগাদ খুন। আর দুপুর তিনটে নাগাদ থানায় গিয়ে আত্মসমর্পণ। রিজেন্ট পার্কের আনন্দ পল্লির বাড়িতে চড়াও হয়ে কলেজ ছাত্রী প্রিয়াঙ্কা পুরকাইতকে গুলি করে খুন করার পর গা ঢাকা দিয়ে থাকলেও খুব বেশিদূর যেতে পারেনি অভিযুক্ত যুবক জয়ন্ত হালদার। রিজেন্ট পার্ক থানার সঙ্গে যৌথভাবে তদন্তে নেমেছে লালবাজার হোমিসাইড শাখা। সুতরাং, অভিযুক্ত গা ঢাকা দিয়ে বেশিক্ষণ থাকতে পারবে না, সেটা বোঝাই যাচ্ছিল।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অভিযুক্ত জয়ন্ত সাইকেলে চেপে নাকি রিজেন্ট পার্ক থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। যদিও পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণ নাকি গ্রেফতার সে বিষয়ে কিছু বলা হয়নি।

এদিকে, খুনের পর যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।