সুশান্তের মৃত্যুর তদন্ত: যশরাজ ফিল্মসের সঙ্গে হওয়া চুক্তিপত্র তলব মুম্বই পুলিশের

0
2

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঘটনা তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে তারা। এরই মধ্যে সুশান্তের সঙ্গে হওয়া চুক্তিপত্র দেখতে চাইল যশরাজ ফিল্মস।

যশরাজ ফিল্মসের প্রযোজনায় সুশান্ত দুটি ছবিতে কাজ করেছিলেন। ২০১৩ সালে মুক্তি পায় ‘শুদ্ধ দেশি রোম্যান্স’। ২০১৫ সালে মুক্তি পায় ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’। এরপর আরও তিনটি ছবি করার চুক্তি হয়েছিল সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যশরাজ ফিল্মসের মধ্যে। শেখর কাপুর পরিচালিত ‘পানি’ ছবিও যশরাজ ফিল্মেসের প্রযোজনায় হওয়ার কথা ছিল। অভিযোগ, ওই ছবির প্রোজেক্ট ঝুলিয়ে রাখে যশরাজ ফিল্মস। ফলে কোন সংস্থার ছবিতে সই করতে পারছিলেন না সুশান্ত সিং রাজপুত। যার জেরে রাসলীলা রাম-লীলা ‘ ও ‘বেফিকরে’ হাতছাড়া হয়ে যায়।

প্রসঙ্গত, গত রবিবার বান্দ্রার অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ইতিমধ্যে পরিবারসহ তাঁর ঘনিষ্ঠতা জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। তালিকায় রয়েছে বান্ধবী রিয়া চক্রবর্তী, বন্ধু মুকেশ ছাবরা, সুশান্তের বিজনেস ম্যানেজার শ্রুতি মোদি, সুশান্তের পিআর টিমের সদস্য রাধিকা নিহালার নাম।