বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের অন্দরে স্বজনপোষণ নীতি সামনে এসেছে। এমনকী অভিনেতা আত্মহত্যার পিছনে স্বজনপোষণকে দায়ী করেছেন অনেকেই। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা অভয় দেওল।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের অভয় লেখেন, “২০১১ সালে জিন্দেগি না মিলেগি দোবারা মুক্তি পায়। আমাকে এবং ফারহান আখতারকে সহ অভিনেতা হিসেবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মনোনীত করা হয়। মুখ্য চরিত্রে মনোনীত করা হয়েছে ক্যাটরিনা কাইফ এবং হৃত্বিক রোশনকে।”
ইন্ডাস্ট্রির যুক্তি, এই ছবির গল্প অনুযায়ী একটি ছেলের একটি মেয়েকে ভাললাগে। আর সেখানে তাঁকে সাহায্য করে বন্ধুরা। ইন্ডাস্ট্রি লবি করার জন্য এই ধরণের যুক্তি সাজায় বলে অভিযোগ করেন অভয় দেওল।




























































































































