দ্য হিন্দু, ইণ্ডিয়া টুডেতে বিপদে কর্মীরা

0
2

দ্য হিন্দু মুম্বাই অফিসে প্রায় ২৫ জনকে বসিয়ে দেওয়া হচ্ছে। ইণ্ডিয়া টুডে তাদের লাইফস্টাইল ম্যাগাজিন বন্ধ করছে। হার্পারস বাজার ও কসমোপোলিটানও এর মধ্যে আছে। ইণ্ডিয়া টুডে আপাতত মুদ্রিত আকারে থাকলেও বিজনেস টুডে ডিজিটাল সংস্করণ হয়ে যাবে। করোনাজনিত মন্দার কারণেই এই সিদ্ধান্ত আসছে বলে মিডিয়াসূত্রে খবর। সংস্থাকে বাঁচাতে খরচ কমানো ছাড়া উপায় নেই।