‘বদলাও হবে, বদলও হবে’। ফেসবুকে দিলীপ ঘোষের ব্রহ্মাস্ত্র। আর সে নিয়ে তোলপাড়। বিজেপি রাজ্য সভাপতি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে জানালেন, এই নিয়ে ১০৩টি মৃতদেহ দেখলাম। এই মৃত্যুর হিসাব কে দেবে? যারা গণতন্ত্র মানে না। যারা রাজনীতি মানে বোঝে শুধু হিংসা, রক্ত। তাদের যদি আমরা ক্ষমা করে দিই তাহলে মানুষ আমাদের ক্ষমা করবেন না। সুতরাং আমরা বদলা তো নেবই। সমাজবিরোধীরা নয় যারা দেশের আইনকে হাতে তুলে নিচ্ছে, তা সে সরকারি অফিসার, আমলা প্রত্যেককে এর জন্য খেসারত দিতে হবে, আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফলে বদলা তো হবেই। আর এই পরিবেশ থাকবে না, সেটাই হবে বদল।
বিজেপির সভাপতির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেছেন, বদলের রাজনীতি রাজ্যের মানুষ নেবেন না। তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি পথ দেখিয়েছেন, বদল করেছেন, কিন্তু বদলা নেননি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, বদলার রাজনীতি তো মানুষ দেখছেন রাজ্য জুড়ে। মানুষ দ্বিতীয়বার এই ভুল করবেন না। বেকারত্ব, দারিদ্র, অশিক্ষা নিয়ে কোনও কথা নেই এদের। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, বদলার রাজনীতিতে মানুষ বিরক্ত। এসব কথার মধ্যে গুণ্ডামি প্রকাশ পায়।