মণিপুরে বিজেপি’র বিরুদ্ধে অনাস্থা, সরকার গড়ার দাবি কংগ্রেসের, সঙ্গী তৃণমূল

0
4

মণিপুরে বিজেপি সরকারে বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে আনুষ্ঠানিকভাবে সরকার গড়ার দাবি জানিয়েছে কংগ্রেস৷ কংগ্রেসের উদ্যোগে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), তৃণমূল,

এবং একজন নির্দলকে নিয়ে নতুন বিজেপি- বিরোধী জোট গঠন করা হয়েছে৷ এই জোটের নাম দেওয়া হয়েছে SPF বা সেকুলার প্রগেসিভ ফ্রন্ট।
SPF-জোট মণিপুরে সরকার গঠন করলে নিশ্চিতভাবেই ওই রাজ্যে তৃণমূল প্রতীকে ভোটে জেতা একমাত্র বিধায়ক মন্ত্রী হবেন৷ তেমন হলে বাংলার বাইরে তিনিই হবেন একমাত্র কোনও তৃণমূল মন্ত্রী ৷ যদিও তৃণমূল প্রতীকে জেতা ওই বিধায়ক এতদিন বিজেপির শরিক ছিলেন৷

কংগ্রেসের পরিষদীয় দলনেতা তথা মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিং বলেছেন, রা‌জ্যপাল নাজমা হেপতুল্লার কাছে লিখিতভাবে সরকার গঠনের দাবি জানানো হয়েছে। বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি করানোর দাবিও জানানো হয়েছে। ওক্রাম ইবোবি সিং-ই নতুন SPF জোট- সরকার গঠন করার কথা বলেছেন।

মণিপুরের বিজেপি নিয়ন্ত্রিত মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের নেতৃত্বাধীন সরকারের উপর থেকে আচমকাই ৪ মন্ত্রী সমর্থন তুলে নিয়েছেন। ৪ জনই এনপিপি’র সদস্য। তাঁদের পথ অনুসরণ করেছেন বিজেপির ৩ বিধায়ক। একজন তৃণমূল এবং এক নির্দল বিধায়কও বিজেপি বিরোধী জোটকে সমর্থন করেছে৷ ফলে সংখ্যালঘু হয়ে পড়েছে বিজেপি সরকার। তাই সময় নষ্ট না করে ৩৩ সদস্যের জোট সরকার গড়তে উদ্যোগী হয়েছে কংগ্রেস। এই মুহুর্তে মণিপুরে বিজেপি জোটের বিধায়ক সংখ্যা ২৩। ৬০ আসন বিশিষ্ট উত্তর-পূর্বের এই রা‌জ্যে মণিপুরে পালাবদলের সম্ভাবনা প্রবল হয়েছে।