দেশ জম্মু-কাশ্মীরে এনকাউন্টারে নিকেশ আট জঙ্গি By EBBS Desk - June 19, 2020 0 4 FacebookTwitterPinterestWhatsApp ফের সেনা-পুলিশের সাফল্য। পাক মদতপুষ্ট আটজন জঙ্গিকে গত ২৪ ঘণ্টায় খতম করা গিয়েছে। জম্মু-কাশ্মীরের শোপিয়ান ও পামপোরে জঙ্গিদের সঙ্গে সেনা জওয়ানদের দুটি এনকাউন্টার হয়। তাতেই প্রাণ যায় আট জঙ্গির।