ফের করোনা আক্রান্তে দেশে একদিনে সর্বাধিকের রেকর্ড, সংখ্যা চোখ কপালে তুলবে!

0
2

দীর্ঘ লকডাউনের ফলে তলানিতে অর্থনীতি। “লিলিপুট” নেপালের ভূখণ্ড দখল ও মানচিত্র পরিবর্তন নিয়ে প্রচ্ছন্ন হুমকি। লাদাখ সীমান্তে চিন সেনার আগ্রাসন। ২০ জওয়ানের মৃত্যু। এমন সব সঙ্কটের মধ্যে দেশে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে মারণ ভাইরাস কোভিড-১৯। উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্তের নিরিখে ফের রেকর্ড দেশে।

আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩,৫৮৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লক্ষ ৮০ হাজার ৫৩২। যার মধ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৭৩ জন রোগীর।

তবে কিছুটা স্বস্তির খবর , ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ লক্ষ ৪ হাজার ৭১১ জন রোগী। বর্তমানে করোনা সক্রিয় হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৬৩ হাজার ২৪৮ জন রোগী।