লাদাখে সেনাবৈঠক নিষ্ফল, সেনা জমায়েত বাড়ছে

0
2

লাদাখ নিয়ে জট খোলেনি। উল্টে সীমান্তে উত্তেজনা বাড়ছে। চিন আরও সেনা মোতায়েন করছে। ভারতও পাল্টা প্রস্তুতি বাড়াচ্ছে। ফলে সংঘাতের বাতাবরণ তুঙ্গে। সেনাস্তরের বৈঠক নিষ্ফলা। 23জুন রাশিয়া, চিন, ভারতের বিদেশমন্ত্রীদের দেখা হওয়ার কথা। কিন্তু তার আগেই জল বহুদূর গড়াতে পারে। এই অবস্থায় শুক্রবার প্রধানমন্ত্রী সর্বদল বৈঠক ডেকেছেন। ভারত কড়া পদক্ষেপ নেবে নাকি নরমপন্থী আলোচনায় থাকবে, ইঙ্গিত মিলবে সেখান থেকে।