বিজেপি নেত্রী সোনালি ফোগাট গ্রেফতার হলেন, জামিনও পেলেন

0
2

সরকারি এক আধিকারিককে চড় মারা ও চটিপেটা করার দায়ে অভিযুক্ত টিকটক তারকা তথা বিজেপি নেত্রী সোনালি ফোগাট গ্রেফতার হলেন এবং হিসার কোর্ট থেকে জামিনও পেলেন৷

গত ৫ জুন এই বিজেপি নেত্রী ‘আপত্তিজনক’ মন্তব্য করার অভিযোগ এনে প্রকাশ্যে হরিয়ানায় কৃষিজ উৎপাদক বাজার কমিটির সদস্য সুলতান সিংকে চড় মারেন এবং বার বার চটিপেটা করেন। এই মারধোরের ভিডিও দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনার এতদিন পর সোনালি ফোগাটকে গ্রেফতার করা হলেও তিনি প্রায় সঙ্গে সঙ্গেই জামিনও পেয়ে যান৷
প্রসঙ্গত, বিজেপি প্রার্থী হিসাবে ২০১২ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সোনালি ফোগাট, কিন্তু জয়ী হতে পারেননি তিনি।