জুনিয়র মৃধা হত্যারহস্যে চারদিন বিরতির পর ফের সক্রিয় সিবিআই। এক বিশিষ্ট মোহনবাগানকর্তার পুত্রবধূকে বুধবার পঞ্চমবার জেরা করে তারা। বৃহস্পতিবার ডাকা হয়েছে সেই কর্তার ছেলেকে। অভিযোগ, পুত্রবধূর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জুনিয়রের। পরে জুনিয়রের মৃতদেহ পাওয়া যায়। সিআইডি তদন্তকে নাকচ করে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এখন আবার নতুন করে জেরাপর্ব চলছে।





























































































































