“তমোনাশকে বাঁচানো যাবে কি না জানি না”- আশঙ্কিত মমতা

0
2

শারীরিক অবস্থা ভালো নয় ফলতার বিধায়ক তথা তৃণমূল নেতা তমোনাশ ঘোষের। তাঁকে বাঁচাতে পারা যাবে কি না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, করোনা হলে লুকাবেন না। এ প্রসঙ্গে তৃণমূল বিধায়কের উদাহরণ দেন মুখ্যমন্ত্রী। ফালতার তিনবারের বিধায়ক তমোনাশ ঘোষ থাকেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই। সেখানে অনেকেই করোনা আক্রান্ত। তবে তমোনাশ ঘোষ সংক্রমিত হন দুর্গাপুরে গিয়ে। মমতা বলেন, দুর্গাপুর থেকে শরীর খারাপ নিয়ে ফেরার পরই জানানোর দরকার ছিল। প্রথম থেকে যদি সতর্ক হলে অবস্থা এতটা খারাপ হত না। তমোনাশ ঘোষের স্ত্রী ও ও দুই মেয়ের শরীরেও করোনাভাইরাস ছড়িয়ে ছিল। কিন্তু সঠিক সময়ে চিকিৎসায় তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই বিধায়ককে ভেন্টিলেটরে রাখা হয়েছে। প্রথম থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। সঙ্গে রক্তে অক্সিজেনের মাত্রা কম ছিল। পাশাপাশি, তিনি ডায়াবেটিক রোগী। ভেন্টিলেটরে থাকাকালীন তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হলেও, হাসপাতাল সূত্রে খবর, ফের সংকটজনক অবস্থায় রয়েছেন তমোনাশ।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, তাড়াতাড়ি জানা গেলে চিকিৎসায় আরও সময় পাওয়া যেত। এ প্রসঙ্গে তিনি মন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক নির্মল ঘোষের উদাহরণ দেন। তিনি বলেন, এঁরা প্রথম থেকেই সতর্ক হওয়ায় অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু তমোনাশ ঘোষের জন্য এদিন উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।