গড়িয়ার লাশ কাণ্ড নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে বুধবার গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। তার প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধ বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিজেপি। এদিন বারাকপুরের চিড়িয়ামোড়, কল্যাণী এক্সপ্রেসওয়ের বেলঘরিয়া, শ্যামনগর বাসুদেব পুর মোড়, ঘোষপাড়া রোড, নোয়াপাড়া থানার পিনকল মোড়ে রাস্তা অবরোধ করেন বিজেপির কর্মী সদস্যরা।