প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল বেশ কয়েক মাস ধরেই। গত ফেব্রুয়ারি মাসেই ৮টি পুরসভার চেয়ারম্যানদের সঙ্গে কয়েক দফায় বৈঠকও করেছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক। সেখানেই এলাকা চিহ্নিতকরণের কাজ হয়ে গিয়েছিল।
শেষ পর্যন্ত উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের ৮টি পুরসভাকে এক ছাতার তলায় এনে কর্পোরেশন গড়ে তোলার প্রস্তাব জমা পড়ল নবান্নে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, বুধবার পুর ও নগরোন্নয়ন দফতর মুখ্যমন্ত্রী ও অর্থ দফতরের অনুমোদনের জন্য ফাইল পাঠিয়েছে রাজ্যের সচিবালয়ে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে , কর্পোরেশনের নাম ব্যারাকপুর কর্পোরেশন করার প্রস্তাব দেওয়া হয়েছে। টিটাগড়, ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, গারুলিয়া, ভাটপাড়া, নৈহাটি, হালিশহর এবং কাঁচরাপাড়া পুরসভার এলাকা নিয়ে গঠিত হবে এই নতুন কর্পোরেশন।
বর্তমানে রাজ্যে সাতটি কর্পোরেশন রয়েছে। সেগুলি হল, কলকাতা, হাওড়া, বিধাননগর, চন্দননগর, দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়ি। ব্যারাকপুর কর্পোরেশন গঠিত হলে রাজ্যে কর্পোরেশন সংখ্যা দাঁড়াবে ৮টি।
এই আটটি পুরসভার মোট ২০৪টি ওয়ার্ড কমিয়ে নতুন কর্পোরেশনে ১০২টি ওয়ার্ড করার প্রস্তাব দিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে । পুর ও নগরোন্নয়ন দফতর তাতে সায় আছে। এরপরই ফাইল পাঠানো হয়েছে নবান্নে। এখন নবান্নের ছাড়পত্র পেলেই রাজ্যের মুকুটে অষ্টম কর্পোরেশনের পালক জুটবে। তাই ব্যারাকপুর কর্পোরেশন তৈরি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.