রাজ্যে এখন করোনা আক্রান্তের থেকে সুস্থতার হার বেশি: মুখ্যমন্ত্রী

0
2

করোনা আক্রান্তের থেকে রাতে এখন সুস্থতার হার বেশি। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ১৬ জুন পর্যন্ত রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৫৩৮৬। যেখানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০২৮ জন। সুস্থতার হার যথেষ্ট সন্তোষজনক বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, টেস্টের সংখ্যাও বেড়েছে। সাড়ে তিন লক্ষের বেশি করোনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্যে ৭৭ টি কোভিড হাসপাতাল রয়েছে।
পরিযায়ী শ্রমিকরা রাজ্যে আসায় সংক্রমণ ছড়িয়েছে বলে এদিন ফের একবার জানান মুখ্যমন্ত্রী। ১২ লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরেছেন। আরও কয়েকটি ট্রেন রাজ্যে আসা বাকি। পাশাপাশি, তিনি বলেন কয়েকজন করোনা নিয়ে বিমানে রাজ্যে ফিরেছেন। এই সবের জেরেই সংক্রমণ বেড়েছে।