বেগতিক বুঝে জয়শঙ্করকে ফোন করলেন চিনা বিদেশমন্ত্রী

0
2

যুদ্ধ হলে যে যথোচিত জবাব পাবে, সে কথা বুঝেই সম্ভবত চিন কূটনৈতিক স্তরে আলোচনা শুরু করল।লাদাখে সীমান্ত সংঘর্ষের মাঝেই এবার দুই দেশের বিদেশমন্ত্রীর কথা। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র। চিন সীমান্তে হাই এলার্ট জারি করা হয়েছে। সেনাকে স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনও বেচাল দেখলেই তৎক্ষণাৎ জবাব দিতে। সিডিএস এবং তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রীর। সীমান্তে বাড়ানো হবে সেনা। সীমান্ত এলাকার গ্রামগুলিতে শুরু কড়া নজরদারি।