লাদাখে চিনের হামলায় মারা গেলেন বীরভূমের বাঙালি সেনা রাজেশ ওরাং। বীরভূমের মহম্মদ বাজারে তাঁর বাড়ি। বছর পাঁচেক আগে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। যোগ দিয়েই তাঁর প্রথম পোস্টিং ছিল লাদাখে। বছর পঁচিশের যুবকের মৃত্যুর খবর মঙ্গলবার রাতে সেনাবাহিনীর সূত্রে পরিবারের লোক পান। ৪৮ ঘণ্টার মধ্যে তরুণ শহিদের দেহ বাড়িতে নিয়ে আসা হবে। মহাম্মদ বাজারে দাঁড়িয়ে রাজেশের বাবা জানিয়েছেন, পুত্রের মৃত্যু মেনে নেওয়া যায় না। চিনকে ভারত যোগ্য জবাব দিক এটাই আমার একমাত্র কামনা। অন্যদিকে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব ভারত এবং চিনকে উত্তেজনা থামিয়ে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে।