অভিষেকের ‘যুবশক্তি’ এগোচ্ছে ঝড়ের গতিতে

0
2

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ বাংলার যুবশক্তি’ এগোচ্ছে ঝড়ের গতিতে। সর্বত্র সাড়া। 16 জুন বিকেল সাড়ে চারটে পর্যন্ত মোট 25,007 জন নাম নথিভুক্ত করেছেন। 334 ব্লক ও 283 শহর থেকে এই নথিভুক্তি। করোনা ও আমফানের ক্ষতি থেকে বাংলাকে পুনর্গঠনে এই যুববাহিনি তৈরির ডাক দিয়েছিলেন অভিষেক। তাতেই এই বিপুল সাড়া। মাত্র পাঁচ দিনেই এই পরিসংখ্যান। এটি বাড়ছে প্রতি মুহূর্তে।