জোকা ইএসআই কলকাতার তৃতীয় করোনা হাসপাতাল হতে চলেছে

0
2

কলকাতা মেডিক্যাল কলেজ ও সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পর শহরের আরও একটি হাসপাতাল এবার ‘করোনা হাসপাতাল’ হতে চলেছে৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নির্দেশ জারি করেছেন, জোকা’র ইএসআই হাসপাতাল এখন থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য চিহ্নিত করা হয়েছে। ৫০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে করোনা সন্দেহভাজনদেরই চিকিৎসা হবে। এর আগে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে একইভাবে করোনা হাসপাতাল করা হয়েছে৷ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার জন্য এবার জোকার ইএসআই হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করছে রাজ্য স্বাস্থ্য দফতর। এটি কলকাতায় তৃতীয় এবং রাজ্যের ৭০ তম করোনা হাসপাতাল হতে চলেছে।