করোনা নিয়ে ফের শহরের সরকারি হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কলকাতা মেডিকেল কলেজের চুক্তিভিত্তিক কর্মচারীদের তোলাবাজির অভিযোগ আগেই সামনে এসেছিল। এবার করোনা নিয়ে দালাল চক্র সক্রিয়।
অভিযোগ, সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও টাকার বিনিময় সিসিইউ ভাড়া দিচ্ছে দালালরা। করোনা রোগীর সিসিইউ বিক্রি হচ্ছে ১২ হাজার টাকা কিংবা তার বেশি টাকায়। তবে, রোগীর পরিবারের কাকুতিমিনতিতে ৫০০০ টাকাতেও রফা করছে এইসব দালালের দল।
বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর, ঘটনার প্রতিবাদে ফেস শিল্ডে স্লোগান লিখে বিক্ষোভ প্রকাশ কংগ্রেসের শাখা সংগঠন আইএনটিসি সেবাদলের সমর্থকদের। করোনা রোগীর অসহায় পরিবারের উপর দালাল চক্রের এই ঘটনার প্রতিকার চেয়ে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি করে।
যদিও মেডিকেল কলেজের সামনে রাস্তা আটকে তাদের এই বিক্ষোভ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি প্রশাসন। বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ।




























































































































