উহান থেকে দৃষ্টি ঘোরাতেই নয়া ছক চিনের?

0
2

চিনের উহান থেকে মারণ করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। চলছে বিশ্ব মহামারি। পৃথিবীর কয়েকশো দেশে সংক্রমণ ও মৃত্যুমিছিল। ভাইরাস সম্পর্কে তথ্য গোপনের অভিযোগে ইতিমধ্যেই চিনের বিরুদ্ধে সরব আমেরিকা সহ পশ্চিমি দুনিয়া। জাপান, মালয়েশিয়া, ভিয়েতনাম সহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশই চিনের ভূমিকাকে সন্দেহের চোখে দেখছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক স্তরে নিজেদের ভাবমূর্তি নিয়ে ঘরোয়া রাজনীতির পরিসরেও চাপে চিন। দেশের মানুষের কাছে করোনার ইস্যুকে লঘু করে দিতেই ভারতের সঙ্গে সীমান্ত বিরোধের পরিস্থিতি তৈরি করে দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা হচ্ছে বলে মত কিছু বিশেষজ্ঞের। উহানের ক্ষত ঢাকার চেষ্টাতেই কি এই বিশ্ব মহামারির সময়ে ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ খুঁচিয়ে তুলে ছায়াযুদ্ধ চালানোর পরিকল্পনা শি জিনপিং প্রশাসনের? প্রশ্ন উঠছে।