বাংলাদেশের করোনা সংক্রমিত এলাকাগুলি চিহ্নিত করার কাজ শুরু করল জাতীয় কমিটি। বেশিরভাগ রেড জোন বা সংক্রমিত এলাকাই রাজধানী ঢাকার অন্তর্গত। ইতিমধ্যেই
ঢাকা সিটি করপোরেশনের ৪৫টি এলাকাকে রেড জোনে চিহ্নিত করা হয়েছে। করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির এসব এলাকাকে চিহ্নিত করেছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মোট ৪৫টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটির ১৭ এবং দক্ষিণ সিটির ২৮টি এলাকা আছে। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১টি এলাকা রেড জোনের মধ্যে পড়েছে। সিটি করপোরেশনের বাইরে তিন জেলার মধ্যে গাজীপুরের সবক’টি উপজেলাকে রেড জোনের আওতার মধ্যে আনা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার, রূপগঞ্জ, সদর এবং পুরো সিটি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, এলাকাভিত্তিক লকডাউন সোমবার থেকেই শুরুহয়েছে । তিনি বলেন, সরকার মূলত অঞ্চলভিত্তিক লকডাউনের মাধ্যমে করোনা মোকাবিলার চেষ্টা করছে। সেই অনুযায়ী রেড জোন চিহ্নিত এলাকা লকডাউনের আওতায় থাকবে এবং সাধারণ ছুটিও থাকবে সেখানে।
১ লক্ষ মানুষের মধ্যে যদি অন্তত ৬০ জন করোনা পজিটিভ হন তবেই সেই এলাকাকে রেড জোন বলে ঘোষণা করছে বাংলাদেশের জাতীয় কমিটি।
ঢাকায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৭ হাজার।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.