সংক্রমণের ধারা অব্যাহত রেখে ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১০, ৬৬৭, মৃত্যু বেড়ে ৯, ৯০০

0
2

করোনার গ্রাস থেকে কিছুতেই বেরোতে পারছে না দেশ। মারণ ভাইরাসে প্রতিদিনই নতুন করে ১০ হাজারের বেশি মানুষের আক্রান্ত হওয়ার ধারা অব্যাহতই রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৬৭ জন। এই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৩৮০ জনের। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লক্ষ ৪৩ হাজার ০৯১। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৯ হাজার ৯০০ জন রোগীর। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই তথ্য জানানো হয়েছে।

তবে মাঝেও কিছুটা স্বস্তির খবর। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ৭৯৭ জন রোগী। বর্তমানে দেশে করোনা সক্রিয়ের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ১৭৮ ।