টানা তিনদিন কেঁপে উঠল ভূস্বর্গ!

0
2

রাজধানী দিল্লি, গুজরাতের পর এবার জম্মু কাশ্মীর।
মঙ্গলবার সকালে উপত্যকায় ভূকম্পন অনুভূত হয়। প্রথম কম্পন অনুভূত হয় সকাল ৭টা নাগাদ।জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল তাজিকিস্তানের রাজধানী থেকে ৩০০ কিলোমিটার দূরে। রিখ্টার স্কেলে কম্পনের মাত্রা ৬. ৮। মোটামুটি ১০ সেকেন্ড স্থায়ী হয় কম্পন। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ৭.০৩-এ তাজিকিস্তানের দুশানবে থেকে ৩৪১ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে জোরালো কম্পন অনুভূত হয়। তারই জেরে প্রবলভাবে কেঁপে ওঠে ভূস্বর্গ। এই নিয়ে টানা তৃতীয়দিন।