এবার রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৪০৭, মৃত্যু বেড়ে ৪৮৫!

0
2

গোটা দেশের মতোই এ রাজ্যে মারণ ভাইরাস করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। মৃত্যু মিছিলও অব্যাহত।

রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় আরও ৪০৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। সবমিলিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১,৪৯৪। এই ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১০ জন করোনা রোগী। ফলে সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৪৮৫। আজ, সোমবার রাজ্য স্বাস্থ্য দফটিরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫,৫১৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩৪ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ৫,৪৯৪।