রাজ্য চাইলে লোকাল ট্রেন, মেট্রো চালাতে পারে!

0
2

রেলমন্ত্রকের অধীনে লোকাল ট্রেন বা মেট্রো রেল। কিন্তু সেটাই চালানোর জন্য রাজ্যের কোর্টে বল ঠেলে দিয়ে দায়সারা হতে চাইছে রেলমন্ত্রক। রেল বোর্ডের চেয়ারম্যান সোমবার একটি চিঠিতে জানিয়েছেন, রাজ্য যদি লোকাল ট্রেন ও মেট্রো রেল চালাতে চায়, তাহলে আপত্তি করবে না রেলমন্ত্রক। এই চিঠি সকলকেই অবাক করেছে। তার কারণ, রেল এলাকাভিত্তিক সিদ্ধান্ত নেবে ট্রেন চালানো হবে কিনা। এ ব্যাপারে রাজ্যের ব্যাখ্যা নিয়েই হবে সিদ্ধান্ত। কিন্তু রাজ্য চালাতে চাইলে চালাতে পারে বক্তব্যে অনেকেই বিস্মিত।