অভিনেতার মৃত্যুর CBI তদন্ত দাবি বিহারের জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদবের

0
4

সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর CBI তদন্ত দাবি করলেন বিহারের জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদব৷ তিনি এক টুইট বার্তায় এই দাবি জানিয়ে বলেছেন, “অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মঘাতী হননি, তাঁকে খুন করা হয়েছে৷” সুশান্তের মৃত্যুর ঘটনার CBI তদন্ত দাবি করেছেন ওই নেতা। বিহারে সুশান্ত রাজপুতের বাড়ির সামনে সাংবাদিকদের কাছে এই দাবি করেছেন বিহারের এই রাজনীতিবিদ। সুশান্ত সিং রাজপুতের পৈতৃক বাড়ি বিহারের পূর্ণিয়ায়৷ সম্ভবত সে কারনেই ‘বিহার-পুত্র’ সুশান্তের মৃত্যু আত্মহত্যার কারণে হয়নি বলে দাবি বিহারের রাজনীতিবিদ তথা জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদবের।

ওদিকে,প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মুম্বই পুলিশ জানালেও, অভিনেতাকে খুন করা হয়েছে বলে দাবি সুশান্তের আত্মীয়দেরও। সুশান্তের মামা আরসি সিংয়ের বক্তব্য, ‘সুশান্ত খুবই সাহসী ছেলে। ও কখনই আত্মহত্যা করতে পারে না। ওকে খুন করা হয়েছে।’ এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি।