সূর্যগ্রহণের সঙ্গে করোনা সংক্রমণের যোগসূত্রের দাবি বৈজ্ঞানিকের

0
2

গত ২৬ ডিসেম্বর শেষ সূর্যগ্রহণের পর সৌরজগতে গ্রহের অবস্থানগত নতুন শ্রেণিবিন্যাস ঘটেছে। করোনা সংক্রমণের সঙ্গে তার যোগ আছে। এমনই দাবি করলেন
চেন্নাইয়ের জনৈক বৈজ্ঞানিক। ওই পরমাণু ও ভূ-বৈজ্ঞানিকের নাম কেএল সুন্দর কৃষ্ণ। তাঁর দাবি, করোনা সংক্রমণের সঙ্গে ২৬ ডিসেম্বরের সূর্যগ্রহণের সম্পর্ক রয়েছে। তিনি জানিয়েছেন , সূর্যগ্রহণের পর নির্গত বিভাজন শক্তির কারণে নিউট্রনের মিউটেটেড কণার মিথস্ক্রিয়ার জেরে করোনার মতো অতিমারী দেখা দিয়েছে ।
তিনি বলেছেন, ২০১৯-এর ডিসেম্বর থেকে করোনাভাইরাস মানব জীবনে দেখা দিয়েছে।
তাঁর যুক্তি , নানা গ্রহের মধ্যে বল পরিবর্তনের কারণে জীবাণুটি উপরের বায়ুমণ্ডলে তৈরি হয়েছে, একটি নতুন শ্রেণিবিন্যাস হয়েছে যার ফলে পৃথিবীতে ওই জীবাণুর জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে । সূর্যের বিভাজন শক্তি থেকে বেরিয়ে আসছে নিউট্রন। সম্ভবত তারা অপরিচিত উপাদান থেকে নিউক্লিয়াস তৈরি শুরু করেছে। তবে তা বায়োমলিকিউলের নিউক্লিয়াস কিনা সেই বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি বলেছেন, উপরের বায়ুমণ্ডলে বায়োনিউক্লিয়ার ইন্টার অ্যাকশন হচ্ছে। বায়োমলিকিউলার প্রোটিন কাঠামোর এই রূপান্তরই করোনাভাইরাসের উৎসের কারণ হতে পারে। তাঁর মতে, আগামী সূর্যগ্রহণ হতে পারে এই করোনা সঙ্কটের টার্নিং পয়েন্ট। সূর্যের বিভাজন রশ্মির তীব্রতা অকেজো করে দিতে পারে জীবাণুকে।
এই বিষয়ে অযথা আতঙ্কিত হতে নিষেধ করেছেন তিনি । কারণ এটি ঘটছে গ্রহের শ্রেণিবিন্যাসের ফলে।