পাটনা থেকে মুম্বই পৌঁছচ্ছেন সুশান্তের বাবা, আজই শেষকৃত্য

0
2

রবিবার দুপুরে খেতে বসেছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী কেকে সিং। হঠাৎই বেজে উঠল ফোন। তাঁকে জানিয়ে দেওয়া হয়, সুশান্ত আর নেই । বারবার সংজ্ঞা হারাচ্ছেন বাবা।একমাত্র ছেলের আকস্মিক মৃত্যুতে শোকে বিহ্বল বাবা।আজ সোমবার মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। পটনা থেকেই মুম্বই রওনা হয়েছেন তাঁর বাবা ও বোন এবং পরিবারের অন্যান্যরা। দুপুরের মধ্যেই পৌঁছে যাবেন তাঁরা। সুশান্ত সিংয়ের দিদি নীতু সিং রয়েছেন মুম্বইয়ে। সঙ্গে রয়েছেন সম্পর্কিত ভাইয়েরা।

প্রাথমিকভাবে ঠিক করা হয় শেষকৃত্য হবে পাটনায়। পরে সিদ্ধান্ত নেওয়া হয় মুম্বইয়ে হবে শেষকৃত্য। ইতিমধ্যেই ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। তাতে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছে। মুম্বইয়ের কুপার হাসপাতালে ফুসফুসের পরীক্ষা করা হচ্ছে। সূত্রের খবর, তাঁর শরীরে বিষক্রিয়া আছে কিনা তা দেখা হচ্ছে এই পরীক্ষায়।