‍জাতীয় স্বার্থের সঙ্গে কোনও আপস নয়, বললেন রাজনাথ

0
4

লাদাখ ইস্যুুতে ভারত- চিন সীমান্ত দ্বন্দ্বের বিষয়ে প্রকাশ্যে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, কোনও অবস্থাতেই জাতীয় স্বার্থের সঙ্গে আপস করা হবে না। জাতীয় গৌরব অক্ষুন্ন থাকবে। ভারতকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। আমাদের সামরিক শক্তি দেশের স্বার্থ সুরক্ষিত রাখতে যোগ্য ও স্বয়ংসম্পূর্ণ। কেউ আমাদের দুর্বল ভাবলে মহাভুল করবে। জম্মু- কাশ্মীরের জনসম্ভবর্্যালি উপলক্ষ্যে ভার্চুয়াল সভায় চিনের নাম না করে এই বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী।